Kolkata Times 24 : ফুল নয়, কুড়কুড়ে ও চিপসের প্যাকেট দিয়ে সেজে উঠল বরের গাড়ি। সাধারত বিয়ের গাড়ি সেজে ওঠে নানান রকমের ফুল দিয়ে। কিন্তু বিয়েবাড়িতে ফুলের বদলে চিপস আর কুড়কুড়ে! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমন ভিডিওই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পঙ্কজ হালদারের বিয়েতে বরের গাড়ি সেজে উঠছিল চিপস আর কুড়কুড়ের প্যাকেট দিয়ে। আর তাই দেখেই এবার শিলিগুড়িতেও এমন চিত্র দেখা গেল। নেটিজেন দের কথায় ফুল দিয়ে গাড়ি সাজানোর পর সেই ফুল খুলে ফেলে দিতে হয়। কাজে আসে না কারোর। অনেকক্ষেত্রে গাড়ি থেকে ছিঁড়ে নষ্ট করা হয় ফুল। কিন্তু কুড়কুড়ে ও চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেই প্যকেটগুলি খেতে পারছেন এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা। আর এতে যেমন বাচ্চারাও খুশি। অপরপক্ষে খুশি বর ও কন্যা পক্ষও।