কলকাতা টাইমস ডেস্ক: এবার অমিতাভ বচ্চন ও গোবিন্দার মত বড়ে মিঞা ছোটে মিঞা’র জুটি বাঁধলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। তবে এই খবর অনেক আগেই সামনে এসেছিল কিন্তু এবারে এই নতুন জুটিটি একটি অ্যাকশনে ভরপুর ভিডিও নিয়ে সামনে এলেন । আর এর মাধ্যমেই তারা দর্শকদের তাদের একসঙ্গে জুটি বেঁধে কাজ করার কথা জানালেন । ভিডিওটিতে দেখা যাচ্ছে টাইগার শ্রফ হেলিকপ্টারের মাধ্যমে শত্রু পক্ষের ডেরায় ঢুকছে । আর ঠিক তখনই এন্ট্রি নেন অক্ষয় কুমার। তবে ১৯৯৮ সালে ডেভিড ধাওয়ানের পরিচালনায় মুক্তি পাওয়া ছবি বড়ে মিঞা ছোটে মিঞা র মত আউট অ্যান্ড আউট কমেডি হবে না । ছবিটি সম্ভবত অ্যাকশন ভরপুর হবে বলেই মনে হচ্ছে । সুত্রের খবর , ডেভিড ধাওয়ানের ওই ছবি থেকে শুধুমাত্র নাম নেওয়া হয়েছে । জানা গিয়েছে আব্বাস অ্য়াকশনের পরিচালিত এই ছবির শুটিং আগামী বছরের শুরুর দিক থেকে শুরু হবে। জানা গিয়েছে , ছবিটির প্রযোজনার ভূমিকায় রয়েছেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি ।
প্রকাশ: