কলকাতা টাইমস 24 : রাশিয়া – ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির ছায়া এবার পড়লো শীতকালীন অলিম্পিকের আসরেও। খেলা চলা কালীন ২৩ বছর বয়সী ইউক্রেন প্রতিযোগী হেরাসকেবিথ হঠাৎই “No Ware In Ukraine” পোস্টার নিয়ে ক্যামেরার সামনে তুলে ধরেন। হলুদ এবং সোনালী রঙের ওই পোস্টেরটিই বুঝিয়ে দেয় সাধারণ মানুষের মনে কতটা আতঙ্ক কাজ করছে। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান সাধারণ মানুষের মতো তিনিও যুদ্ধ বিরোধী ও শান্তির পক্ষে। প্রসঙ্গত বলা যায় ইউক্রেন এর সীমান্তে ইতিমধ্যেই ১৩০০০০ সেনা মোতায়েন করেছে রাশিয়া। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি জ বাইডেন বিপুল সেনা সম্ভার পাঠিয়ে ইউক্রেন ও ইউরোপীয় দেশ গুলির সুরক্ষা ব্যবস্থা করতে চাইছে। ইতিমধ্যেই মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি জখন এমনই উতপ্ত তখন আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চকেই শান্তির বার্তা প্রদানের জন্য বেছে নিলেন এই তরুণ খেলোয়াড় ।
প্রকাশ: