আগামী ৬ মার্চ পর্যন্ত মকর রাশিতে থাকবেন বুধ। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সংবাদ, বন্ধুত্ব, চাতুর্যের মতো বিষয়ে কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেই বুধ মকর রাশিতে থাকার সময় একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আগামী ৪৫ দিন কোন কোন রাশির জাতকদের জন্য ভালো হবে, তা একনজরে দেখে নিন –
বৃষ রাশি
১) এই সময়টা বৃষ রাশির জাতকদের জন্য শুভ বলে বিবেচিত হবে।
২) এই সময় কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। অন্যান্য ক্ষেত্রেও সাফল্য মিলবে।
৩) অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে। টাকা জমানোর ক্ষেত্রেও সফল হবেন।
৪) পরিশ্রমের পুরো দাম পাবেন।
৫) সুখবর পেতে পারেন।
৬) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
৭) পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
বৃশ্চিক রাশি
১) এই সময়টা বৃশ্চিক রাশির জাতকদের জন্য দুর্দান্ত কাটবে।
২) যাঁরা চাকরির খোঁজে আছেন, তাঁরা সুখবর পাবেন।
৩) আচমকা হাতে টাকা আসতে পারে। আর্থিক লাভ হবে।
৪) এই সময় বৃশ্চিক রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন।
৫) আপনার আটকে থাকা কাজ পূর্ণ হবে।
৬) যাঁরা সরকারি চাকরি করেন, তাঁদের জন্য খুব ভালো সময়।
৭) কথাবার্তায় মাধুর্য থাকবে।
ধনু রাশি
১) যে কোনও কাজে সাফল্য লাভ করবেন।
২) কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন।
৩) এই সময় বিনিয়োগ করলে লাভবান হতে পারেন।
৪) যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন।
৫) বুধের গোচরের ফলে পড়ুয়ারা সাফল্য লাভ করবেন।
৬) বিবাহিত জীবন সুখী হবে।
৭) জীবনসঙ্গী বা প্রেমিক/প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
৮) এই সময় ধনু রাশির জাতকদের কথাবার্তায় মাধুর্য থাকবে।