রবিবার, জুন ৪, ২০২৩

আরও কমল দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃত্যুর পরিসংখ্যানও

প্রকাশ:

- Advertisement -

কলকাতা টাইমস 24 : গত কয়েকদিন ধরে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও করোনায় দৈনিক মৃত্যু নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছিল। বেশ কয়েকদিন ধরেই মৃতের সংখ্যাটা হাজারের উপরে ঘোরাফেরা করছিল। কিন্তু এবার অনেকটাই নিয়ন্ত্রণে এল সেই সংখ্যাটা। ফলে করোনা নিয়ে এখন কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। যা গত দিনের তুলনায় অনেকটাই কম। এদিন দেশের পটিজিভিটি রেটও ৪.৪৪ শতাংশ থেকে নেমে এসেছে ৩.৮৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের ফলে দেশে মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। আগের দিন এই সংখ্যাটি ছিল ১২৪১। এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের ফলে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৭ হাজার ১৭৭।দৈনিক সংক্রমণ কম হতে থাকায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন। যা গত দিনের থেকে প্রায় ৯৩ হাজার কম। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন। পাশাপাশি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭১ কোটি ৭৯ লক্ষের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ৯১ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া এই পরিসংখ্যান যে স্বস্তির বার্তা তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে দেশজুড়ে করোনার সংক্রমণ কমলেও এখনই এনিয়ে আত্মতুষ্টির কোনও কারণ নেই বলে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাণী মাথায় রাখছে কেন্দ্র। হু জানিয়েছে, যে কোনও মুহূর্তে ফের সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। নতুন করে শক্তিশালীও হয়ে উঠতে পারে ভাইরাস। কাজেই আরও বেশ কিছুদিন করোনা সংক্রান্ত সব বিধি নিষেধ যথাযোগ্যভাবে মেনে চলার পরামর্শ কেন্দ্রের।

spot_img

কলকাতা টাইমস ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা টাইমস ২৪ বাংলার ওয়েবসাইটে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

spot_img

পেজটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন
Related

প্রয়াত রাহুল বাজাজ

কলকাতা টাইমস 24 : চলে গেলেন শিল্পপতি রাহুল বাজাজ।...

১৬ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলার আশঙ্কা দেখছে আমেরিকা

কলকাতা টাইমস 24: আগামী 16 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনের...

আপাতত দলের সব শীর্ষপদ অবলুপ্ত! জাতীয় কর্মসমিতি ঘোষণা মমতার

কলকাতার টাইমস 24 : কালীঘাটের হাইভোল্টেজ বৈঠকে তৈরি হল...

কানাডায় হিন্দু মন্দির সুরক্ষিত রাখতে পদক্ষেপ ভারতীয় দূতাবাসের

কলকাতার টাইমস 24 : বিগত কয়েকমাস ধরে টরেন্ট এলাকায়...