Kolkata Times 24 : ফের পন্ডিত দের ওপর হামলা! কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের হাতে খুন স্কুল শিক্ষিকা। জম্মু অঞ্চলের সাম্বার ৩৬ বছর বয়সী রজনী বালার উপর কুলগামের গোপালপোরা এলাকায় সন্ত্রাসবাদীরা গুলি চালায়। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, জড়িত সন্ত্রাসবাদীদের শীঘ্রই চিহ্নিত করা হবে। হত্যার এই ঘটনাটি ঘটেছে কুলগামের গোপালপোরা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে। এলাকাটি আপাতত ঘিরে রেখেছে বাহিনী।
ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ শিক্ষিকার উপর এই হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে বলেন, “রজনী জম্মু প্রদেশের সাম্বা জেলার বাসিন্দা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকায় কর্মরত এই সরকারি শিক্ষিকা ঘৃণ্য হামলায় তার জীবন হারিয়েছেন। তাঁর স্বামী রাজ কুমার এবং পরিবারের বাকিদের প্রতি আমার গভীর সমবেদনা।”
সম্প্রতি, তিন সপ্তাহ আগে আরও একজন সরকারি কর্মচারী রাহুল ভাটকে মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় তাঁর অফিসের ভিতরেই গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। লস্কর-ই-তৈবা সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।