কলকাতা টাইমস ডেস্ক : রাজ্যে ফের কমল করোনার দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। করোনা মহামারিতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। তারা শারীরিক, মানসিকভাবে প্রচুর ক্ষতির শিকার। তবে এখন ভারতের বিভিন্ন রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজ। গত ২৪ ঘণ্টায় মারণ করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। যা গতকালের তুলনায় বেশি। ভারতে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। শিথিল হচ্ছে বিধিনিষেধ। বিভিন্ন রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজ। সেইসঙ্গে পাঁচ রাজ্য আসন্ন বিধানসভা ভোটে প্রচারেও শিথিল হয়েছে বিধিনিষেধও। তবে এসবের মধ্যেও চিন্তার ভাঁজ ফেলছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন , যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। রাজ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি কোভিড বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে । সামনেই রয়েছে পুনর্নির্বাচন । আর এই ভোটকে কেন্দ্র করে যাতে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে না ওঠে, তার জন্য যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তার সুফলও মিলছে। নিম্নমুখী পজিটিভিটি রেটই তার উদাহরণ।
প্রকাশ: