কলকাতা টাইমস 24 : শনিবার খড়গপুরে এলেন বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । খড়্গপুরের হিজলি স্টেশনে নেমে এদিন বিধাননগর ও শিলিগুড়িত পুরসভা নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বহিরাগতদের দিয়ে ভোট লুট করছে রাজ্যের শাসক দল। এই রাজ্যে নির্বাচনের জন্য আমরা বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছি। দেখুন যেটা আমরা আশা করেছিলাম সেন্ট্রাল ফোর্স চাওয়া হয়েছিল যাতে লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন কিন্তু সকাল থেকে যে দেখা যাচ্ছে তা গণতন্ত্রের লজ্জা। সংবাদমাধ্যম তাড়া করে করে ফলস ভোটার ধরেছে, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না । এই জন্য আমরা বলেছিলাম পুলিশ থাকলেও ভোট হবে না পুলিশ টিএমসির ক্যাডারদের মতন কাজ করছে । আমাদের কর্মীদের আটকানো ভয় দেখানো চলছে এটা শান্তিপূর্ণভাবে ভোট নয় । কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলার জন্য সব সময় আমরা ডিমান্ড করি আমরা জানি পুলিশের উপরে ভরসা নেই পুলিশের সামনে এ সমস্ত উল্টোপাল্টা হচ্ছে লুটপাট চলছে। আসানসোলের মতন জায়গায় সবথেকে বেশি হিংসা হচ্ছে ।’
প্রকাশ: