রবিবার, জুন ৪, ২০২৩

করোনা ঠেকাতে এসে গেল নেজাল স্প্রে: কতটা কার্যকর? জেনে নিন

প্রকাশ:

- Advertisement -

দেবী ভট্টাচার্য, নয়াদিল্লি: মাস্ক-স্যানিটাইজার তো আছেই, সেইসঙ্গে মারণ রোগ করোনা সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনের সূচ, চিকিৎসকদের পরামর্শমত ওষুধপত্র আর তারপর অবস্থা গুরুতর হলে হাসপাতালের দ্বারস্থ হওয়া। গত দুই বছর ধরে দেশবাসীর স্বপ্নেও যেন কাটা রেকর্ডের মত বেজে যাচ্ছে এই বাণী। কারণ উপায় যে নেই। করোনা ব্যাধি ঠেকাতে সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমজনতা থেকে শুরু করে প্রশাসন।

তবে এবার আমজনতার জন্য খানিকটা স্বস্তির আস্বাস নিয়ে এসেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। করোনা আক্রান্ত বয়স্ক মানুষদের জন্য তারা লঞ্চ করেছেন ফ্যাবি স্প্রে নামক নেজাল স্প্রে। কানাডীয় কোম্পানি স্যানোটাইজের সঙ্গে এই নেজাল স্প্রে প্রস্তুত করেছে ভারতীয় সংস্থা গ্লেনমার্ক। প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নাইট্রিক অক্সাইড যুক্ত এই নেজাল স্প্রে টি নাকের উপরের স্তরে গিয়ে করোনা ভাইরাসকে বিনাশ করে। পরীক্ষায় দেখা গেছে, এই স্প্রে-টি কোভিড-১৯ এর বিনাশ এবং ওষুধের অ্যান্টি মাইক্রোবিয়লের কার্যকারিতা বাড়াতে সাহায্য করছে।

নাকের ভেতরের মিউকাসে স্প্রে-টি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এটি শারীরিক এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাইরাসের সংক্রমণের প্রকোপ এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়াকে প্রতিহত করে। যার ফলে করোনা ভাইরাস রোগীর ফুসফুসে প্রবেশ করতে পারে না। ইতিমধ্যেই ফ্যাবি স্প্রে-কে কোভিড-১৯ প্রতিরোধের একটি কার্যকারী এবং সুরক্ষিত অ্যান্টিভাইরাল উপচার বলে ঘোষণা করেছেন গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের মুখ্য বাণিজ্যিক আধিকারিক রবার্ট ক্রোকার্ট।

তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস যে এই স্প্রে-টি করোনা আক্রান্ত রোগীদের জন্য আবশ্যক এবং তাৎক্ষনিক প্রতিকার হিসেবে কাজ করবে।” অন্যদিকে গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালের ভাইস প্রেসিডেন্ট তথা ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের প্রধান ডঃ মোনিকা বলেন, “তৃতীয়বারের ট্রায়ালে ডবল ব্লাইন্ড এবং প্লেসিবি নিয়ন্ত্রণের ফলাফল খুব ভালো এসেছে। বর্তমানে যখন ভাইরাসের বিভিন্ন নতুন নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলছে, তখন এই স্প্রে টি করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটা সাহায্য করবে”।

spot_img

কলকাতা টাইমস ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা টাইমস ২৪ বাংলার ওয়েবসাইটে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

spot_img

পেজটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন
Related

প্রয়াত রাহুল বাজাজ

কলকাতা টাইমস 24 : চলে গেলেন শিল্পপতি রাহুল বাজাজ।...

১৬ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলার আশঙ্কা দেখছে আমেরিকা

কলকাতা টাইমস 24: আগামী 16 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনের...

আপাতত দলের সব শীর্ষপদ অবলুপ্ত! জাতীয় কর্মসমিতি ঘোষণা মমতার

কলকাতার টাইমস 24 : কালীঘাটের হাইভোল্টেজ বৈঠকে তৈরি হল...

কানাডায় হিন্দু মন্দির সুরক্ষিত রাখতে পদক্ষেপ ভারতীয় দূতাবাসের

কলকাতার টাইমস 24 : বিগত কয়েকমাস ধরে টরেন্ট এলাকায়...