কলকাতা টাইমস 24 : দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির গানের তালে নাচছে গোটা বিশ্ব। আর তার মেয়ে আরহা নাচলেন পশ্চিমবঙ্গের শিল্পী ভূবন বাদ্যকরের বাংলা গান ‘কাঁচা বাদাম’এর তালে। মিষ্টি একটি পোশাকে কাঁচা বাদাম গানের সঙ্গে কোমর দোলালো ছোট্ট মেয়ে আরহা। মেয়ের বিভিন্ন ভিডিও এবং ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন।দর্শকদের সঙ্গে ভাগ করে নেন আল্লু অর্জুন। মেয়ের এই মিষ্টি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন ‘মাই লিটল বাদাম আরহা’।সম্প্রতি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবির পোষ্ট করেন। ছবিতে ফুলের পাপড়ি দিয়ে লেখা ছিল ‘ওয়েলকাম’। দীর্ঘদিন কাজের সূত্রের দুবাইতে থাকার কারণে অভিনেতার মেয়ে আরহার কাছ থেকে এমন অভ্যর্থনা পেয়েছিলেন।কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের বীরভূমের একজন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির পর ‘পুষ্পা’ স্টাইলে বিশ্বের তারকারা এবং ক্রিকেটারদের পাশাপাশি অভিনয়শিল্পীরাও মজেছেন। বর্তমানে তার সুপারস্টার ছবি পুষ্পা দারুন ভাবে দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছে। বক্সঅফিসে সুপারহিট এই ছবিটি কোটি কোটি টাকার ব্যবসা করেছে।
প্রকাশ: