কলকাতা টাইমস 24 : ব্যক্তিগত ভাবে তার ইচ্ছে ছিল দেশের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা কিন্তু তার জন্য প্রশাসনের যে ইচ্ছে বা কাজের উদ্দ্যোগ থাকা দরকার তা দেশের প্রশাসন ব্যবস্থায় নেই। আর সেই কারণেই দেশের গতানুগতিক শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে তিনি ব্যর্থ হয়েছেন।
ডন সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে পাকিস্তান এর অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। একদিকে যেমন বৈদেশিক মুদ্রাভান্ডার তলানিতে ,যার প্রভাব পড়েছে বাণিজ্যিক ক্ষেত্রে ,তেমনি দেশ ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ এ জর্জরিত চায়নার কাছে। এছাড়া দেশের মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এর হার সর্বোচ্চ সীমা অতিক্রম করে গেছে। দারিদ্র্য সীমার নীচে মানুষের সংখ্যা উর্ধমুখী। সবমিলিয়ে নিজের দেশের এই করুন পরিস্থিতির জন্য , নিজের দেশের গতানুগতিক প্রশাসনিক ব্যবস্থাকেই দ্বায়ী করেছেন ইমরান খান।