কলকাতা টাইমস 24 : তৃণমূলের এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। আর এই চলতে থাকা বিতর্কের মধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিষেক ব্যানার্জীর ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সমর্থনে পোস্ট দেখা যায় শুক্রবার। তাও আবার কভার ফটো। যদিও পরে চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, এটা তাঁর প্রফাইল নয়। আইপ্যাক তাঁকে না জানিয়েই এই কাজ করেছে। আইপ্যাকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খারিজ করে দিল ভোট কুশলী সংস্থা। তাঁদের বক্তব্য, তৃণমূলের কোনও ডিজিটাল হ্যান্ডেল কিংবা কোনও তৃণমূল নেতার ডিজিটাল হ্যান্ডেল, কোনটাই সামলায় না আইপ্যাক। যদি কেউ এই ধরনের কোনও দাবি করে থাকেন তবে হয় তিনি না জেনে বলছেন, অথবা ডাহা মিথ্যা কথা বলছেন।
উল্লেখ্য, আইপ্যাক ও তৃণমূলের মধ্যে বিগত কিছুদিন ধরে সম্পর্কের যে অবনতি শোনা যাচ্ছিল, তারপর থেকে এই প্রথমবার গোটা বিতর্ককে ঘিরে নিজেদের অবস্থান জানাল আইপ্যাক। সেই সঙ্গে আইপ্যাকের তরফে আরও বলা হয়েছে, কীভাবে তৃণমূলের নেতা-নেত্রীদের ডিজিটাল হ্যান্ডেল অপব্যবহারের অভিযোগ উঠছে, সেই বিষয়টি খতিয়ে যেন দেখে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে যে পোস্ট ঘিরে এত বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার দায় আইপ্যাকের উপর চাপিয়ে দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার সেই প্রতিক্রিয়ার কিছুক্ষণের মধ্যেই অফিশিয়াল বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আইপ্যাক।
উল্লেখ্য, আইপ্যাকের তরফে শুক্রবার বিকেলে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বেশ কড়া ভাষা প্রয়োগ করেই জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের পোস্টের সঙ্গে তাদের কোনও যোগ নেই। এ ক্ষেত্রে আইপ্যাকের তরফে সরাসরি কোনও নেতা বা নেত্রীর নাম নেওয়া না হলেও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যের পরপরই আইপ্যাকের এই প্রতিক্রিয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।