কলকাতা টাইমস 24 : দীপিকা পাডুকোনের ভক্তরা ১১ ফেব্রুয়ারি দিনটির জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছেন৷ অভিনেত্রীর পরবর্তী ছবি ‘গেহরাইয়া’ মুক্তি পেতে চলেছে আজ। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে দীপিকার এই ছবি৷ দীপিকা ছাড়াও ‘গেহরাইয়া’তে অভিনয় করছেন অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী এবং ধৈর্য করওয়া। ছবির প্রচারে নিয়ে বেজায় ব্যস্ত গোটা টিম।তবে দীপিকা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবিতে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খোলেন। স্বামী রণবীর সিং (Ranveer Singh) তার অন-স্ক্রিন চুম্বন দৃশ্যে কতটা সাচ্ছন্দ বোধ করেছেন সেই কথাই জানতে চাওয়া হয়েছিল দীপিকার কাছে। এই প্রশ্নের উত্তরে নায়িকার প্রতিক্রিয়া দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দীপিকা ও রণবীর বলিউডে অন্যতম হট কাপল। যদিও তাঁরা একে অপরের থেকে অনেকটাই আলদা তবু দীপবীর জুটি সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে।১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম সিনেমায় মুক্তি পাবে দীপিকার ছবি গেহরাইয়া। সেখানেই দেখা যাবে তুতোবোনের বরের প্রতি তীব্র আকর্ষণ আলিশার। খানিকটা নিষিদ্ধ প্রেমের গল্পের আখ্যান এই গেহরাইয়া । যার জেরে টালমাটাল আলিশার ‘ম্যারেড লাইফ’। আজকের মর্ডান লাইফে সম্পর্কের এমনই জটিলতা এবার পর্দায় তুলে ধরছেন পরিচালক শকুন বত্রা। এই ছবিতে দীপিকা ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য্য কারওয়ারা।ছবির ট্রেলারে দীপিকা এবং সিদ্ধান্তকে একাধিকবার চুম্বনের লিপ্ত হতে দেখা গিয়েছে। সাক্ষাৎকারে, নায়িকাকে জিজ্ঞাসা করা যে, তিনি ছবির অন্তরঙ্গ দৃশ্যগুলি করার জন্য রণবীরের কাছ থেকে অনুমতি পেয়েছিলেম কিনা।জবাবে দীপিকা লেন, “এই ধরনের প্রশ্ন করাটা খুবই বোকামি। আর এই প্রশ্নের উত্তর দেওয়াটা ও খুব অদ্ভুত। আমরা দুজনেই এসবের প্রয়োজন মনে করি না। এটা খুবই বোকাদের মত একটা আচরন।”
ছবির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন দীপিকা
প্রকাশ: