রবিবার, জুন ৪, ২০২৩

ডাইবেটিস রুখতে বিশ্বজুড়ে বাড়ছে আয়ুর্বেদিক চিকিৎসা

প্রকাশ:

- Advertisement -

কলকাতা টাইমস 24 : বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে ডায়াবিটিস আক্রান্তের সংখ্যা। নারী-পুরুষ উভয়ই আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে ডায়াবিটিসের নির্দিষ্ট কোনও বয়স নেই। এই লকডাউনে সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়েছে। ডায়াবিটিসের অন্যতম কারণ হল আমাদের জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে স্ট্রেস বেড়েছে অনেকখানি। সেই সঙ্গে একটানা বসে কাজ, খাদ্যাভ্যাসে পরিবর্তন, বাইরের খাবার বেশি খাওয়া এই সব তো আছেই। ডায়াবিটিস অজান্তেই আমাদের শরীরের অনেক ক্ষতি করে। বিশেষত চাপ পড়ে কিডনি, চোখ ও হার্টে। আর তাই সকলেরই উচিত বছরে অন্তত একবার ডায়াবিটিস পরীক্ষা করে দেখা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ তো খাবেনই। সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা, ডায়েটও কিন্তু জরুরি। এছাড়াও আর্য়ুবেদ মতে এই কয়েকটি খাবারও কিন্তু ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একবার পরখ করে দেখতেই পারেন।করলা: আমাদের দেশে সারাবছরই প্রচুর পরিমাণে করলা পাওয়া যায়। আর তাই প্রতিদিন ভাতের সঙ্গে একটা গোটা করলা সিদ্ধ খেতে পারলে লাভ আছে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে করলার ভূমিকা অনেকটাই। এছাড়াও করলার তরকারি বানিয়েও খাওয়া যেতে পারে।আমলকী: আমলকী ভিটামিন সি-এর অন্যতম উৎস এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন কাঁচা আমলকী খেতে পারেন, অথবা এক কাপ করলার রসের সাথে ১ টেবিল চামচ আলমার রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করতে পারেন। আম পাতা: আম পাতা ডায়াবিটিসের চিকিৎসাতে কিন্তু ভীষণ ভাবে কার্যকরী। যদিও অনেকেই তা জানতেন না। কচি আমপাতা শুকিয়ে গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে খান। সকাল আর সন্ধ্যায় দু গ্লাস করে খেতে পারলে কিন্তু উপকার পাবেন।মেথি: সুগার নিয়ন্ত্রণে রাখতে কিন্তু ভীষণ ভাল কাজ করে মেথি। মেথি আমাদের ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দু চামচ মেথি এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। এবার সকালে তা ছেঁকে খেয়ে নিন। রোজ খালি পেটে এই জল খেলে সুগার থাকে নিয়ন্ত্রণে। সেই সঙ্গে কিন্তু ফ্যাটও কমে।দারুচিনি: বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে দারুচিনি শুধু রক্তের গ্লুকোজের মাত্রাই নয়, টাইপ-২ ডায়াবেটিস রোগীদের কোলেস্টেরলের মাত্রার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। দারুচিনি আমাদের ইনসুলিনের ক্ষরণ রাখে নিয়ন্ত্রণে। প্রতিদিন এককাপ জলে ২ ইঞ্চি দারুচিনি ভিজিয়ে রাখুন। এবার পর দিন সকালে সেই জল খান। এতেও কিন্তু শরীর থাকবে সুস্থ।সজনে শাক- সজনে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এছাড়াও সুগার নিয়ন্ত্রণে রাখতেও খুব ভাল কাজ করে এই পাতা। আর তাই প্রতিদিন গরম ভাতের সঙ্গে সজনে পাতা ভাজা করে খেতে পারেন। এতেও কিন্তু সুগার থাকে নিয়ন্ত্রণে।

spot_img

কলকাতা টাইমস ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা টাইমস ২৪ বাংলার ওয়েবসাইটে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

spot_img

পেজটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন
Related

প্রয়াত রাহুল বাজাজ

কলকাতা টাইমস 24 : চলে গেলেন শিল্পপতি রাহুল বাজাজ।...

১৬ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলার আশঙ্কা দেখছে আমেরিকা

কলকাতা টাইমস 24: আগামী 16 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনের...

আপাতত দলের সব শীর্ষপদ অবলুপ্ত! জাতীয় কর্মসমিতি ঘোষণা মমতার

কলকাতার টাইমস 24 : কালীঘাটের হাইভোল্টেজ বৈঠকে তৈরি হল...

কানাডায় হিন্দু মন্দির সুরক্ষিত রাখতে পদক্ষেপ ভারতীয় দূতাবাসের

কলকাতার টাইমস 24 : বিগত কয়েকমাস ধরে টরেন্ট এলাকায়...