বদলাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা।টানা দু’বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় থমকে গিয়েছে শিক্ষার গতি।প্রথাগত শিক্ষাদান ভেঙে গিয়েছে। এই অতিমারী পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে জরুরি হয়ে উঠেছিল অনলাইনে শিক্ষাদান পদ্ধতি। এই অবস্থায় পড়াশোনাকে আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার বাজেট বক্তৃতায় অনলাইন শিক্ষাদান, পঠনপাঠন নিয়ে একগুচ্ছ নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়নোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী । নির্মলা জানিয়েছেন, দেশে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেবে সরকার।একই সঙ্গে তিনি জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য ‘এক ক্লাস, এক টিভি চ্যানেল’ তৈরি করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী ই-বিদ্যা নামের ওই প্রকল্পে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দু’শোর বেশি টিভি চ্যানেল তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন শিক্ষক-শিক্ষাকারাই ডিজিটাল মাধ্যমে তৈরি করবেন শিক্ষামূলক কনটেন্ট এবং ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি বা রেডিওর মাধ্যমে সেই সব কনটেন্ট দেখা বা শোনা যাবে।কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও দাবি করেন এই সব চ্যানেল দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভাষার পড়ুয়াদের লেখাপড়ায় বড় সাহায্য করবে। যদিও এই প্রস্তাবকে কেন্দ্র করে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে । তিনি আরও বলেন ,শিক্ষাক্ষেত্রের আরও উন্নয়নের লক্ষ্যের জন্য দেশে দু’লাখ অঙ্গনওয়ারি কেন্দ্র গড়ে তোলা হবে। অর্থমন্ত্রী জানান, অতিমারি ছোট, বড় সকলেরই মানসিক ও স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। এর মোকাবিলায় ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। অর্থমন্ত্রী দাবি করেন, এই সব চ্যানেল দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভাষার পড়ুয়াদের লেখাপড়ায় বড় সাহায্য করবে।
“ডিজিটাল বিশ্ববিদ্যালয় ,ডিজিটাল ভারত নিয়ে নয়া ঘোষণা করলেন অর্থমন্ত্রী”
প্রকাশ: