Kolkata Times 24 : বিচারব্যবস্থাকে নিশানা করে মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির কোনও প্রয়োজনীয়তা নেই বলেই মত বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের।
প্রসঙ্গত গতকাল বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের শাসনকালে একের পর এক কেলেঙ্কারিতে নাম জড়াচ্ছে ব্যানার্জি পরিবারের। হাইকোর্টের নির্দেশে প্রতিটি ক্ষেত্রেই চলছে সিবিআই এবং ইডি-র তদন্ত। তাই এবার বিচারব্যবস্থা নিয়ে মেজাজ হারিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিচারব্যবস্থা নিয়ে কড়া মন্তব্য করলেন। তার জেরে অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা । হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন দুই আইনজীবী। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানান তাঁরা। মামলা দাখিল করার নির্দেশ দেন বিচারপতি। সোমবার দুপুর দু’টোয় পর এই মামলা খারিজ করে দেন বিচারপতি।