কলকাতার টাইমস 24 : বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম। হ্যাঁ, ট্রোলের জন্যই মূলত পরিচিত হলেও তিনি কিন্তু একাধারে অভিনেতা, গায়ক এবং ইউটিউবারও। মাঝে মধ্যেই ইউটিউব চ্যানেলে টুকটাক গানের ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। জনপ্রিয় গানগুলিকে নিজস্ব স্টাইলে গেয়ে শোনান হিরো আলম।এর আগে ভাইরাল সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে শুনিয়েছিলেন হিরো আলম। তাঁর অদ্ভূত উচ্চারণ ও বেসুরো গায়কীর দৌলতে ভাইরাল হয়েছিল সে গান। এমনকি ‘কাঁচা বাদাম’ এর হিন্দি ভার্সনও বের করেছিলেন হিরো আলম। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে প্রচুর আবেদন আসছিল এই গানটি নিয়ে। তাই বিনোদন দেওয়ার জন্য একটু অন্য রকম ভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছিলেন হিরো আলম।কিন্তু তাঁর গান শুনে প্রশংসার থেকে বেশি ট্রোল হয়েছে নেটদুনিয়ায়। ইউটিউবের কমেন্ট বক্স ভরে গিয়েছে হাস্যকর মন্তব্যে। কয়েকজন আবার রীতিমতো কুৎসিত ট্রোলও করেছেন হিরো আলমকে। একজন লিখেছেন, ‘গানটিকে সভ্য, সুন্দর ও ভদ্রভাবে ধর্ষণ করার জন্য আপনাকে জনগণের পক্ষ থেকে অভিনন্দন। আপনি একজন লেজেন্ড।’কয়েকদিন আগেই ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে আর সিনেমা তৈরি করবেন না বলে ঘোষণা করেছিলেন হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, এখন থেকে আর বাংলাদেশে না। কলকাতায় কাজ ও প্রযোজনা করবেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকায় রয়েছে ‘পুষ্পা’। হ্যাঁ, ভারত ছাড়িয়ে বাংলাদেশেও পৌঁছে গিয়েছে তেলুগু ছবির জনপ্রিয়তা। বিশেষ করে ছবির গানগুলি বেশ ভাইরাল হয়েছে বাংলাদেশিদের মধ্যেও। এবার পুষ্পার ‘শ্রীভল্লি’ (srivalli) গানটি গেয়ে ভিডিও বানালেন হিরো আলম। কাঁধে সাইকেল, পিঠে ব্যাগ নিয়ে এবার পুষ্পার গান গেয়ে ট্রোলড হলেন হিরো আলম।এর আগেও একাধিকবার ট্রোলড হয়েছেন হিরোহিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাব, আচার-আচরণ, পোশাক-আশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। তবে সমালোচনা পাশ কাটিয়ে আপন গতিতে ছুটে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম আলোচিত হিরো আলম। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান করেছেন।
প্রকাশ: