Kolkata Times 24 : নবান্নে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হতে চলেছে আগামী ২৪ মে। পরদিন ইডেনেই হবে এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৯ মে ফাইনাল আমেদাবাদে। আর ইডেনে দুটি আইপিএল ম্যাচ আয়োজনের প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।
ইতিমধ্যেই ইডেনে প্লে অফ আয়োজনের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের প্রতিনিধিদলের সদস্যরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে তাঁরা নানা বিষয়ে কথা বলেছেন। সেই বৈঠকে ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস প্রমুখ। অভিষেক ডালমিয়া এ বিষয়ে জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিসিসিআইয়ের প্রতিনিধিদল এখানকার ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট। সূত্রের খবর, ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা যাবে কিনা, সেই বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন সৌরভ। এমনকি খেলা দেখতে আসার জন্য মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাবেন তিনি।
প্রসঙ্গত, আইপিএল প্লে অফের ম্যাচগুলিতে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিসিসিআই অবশ্য ধীরে ধীরে বিধিনিষেধ তুলে ক্রিকেট মাঠের চেনা পরিবেশ ফেরাতে চাইছে। করোনা অতিমারীর কারণে জৈব সুরক্ষা বলয় বাধ্যতামূলক করা হয়েছে।
যদিও জানা যাচ্ছে, আইপিএলের পর দেশের মাটিতে ভারত যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে তাতে জৈব সুরক্ষা বলয় থাকবে না। দেশে করোনা পরিস্থিতির অবনতি না হলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই বায়ো বাবল উঠে যেতে পারে। তাহলে কঠোর নিভৃতবাসেও থাকতে হবে না ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তবে নিয়মিত করোনা পরীক্ষা চলবে বলে জানিয়েছে বোর্ড।