- Advertisement -
কলকাতা টাইমস 24 : চলে গেলেন শিল্পপতি রাহুল বাজাজ। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার মহারাষ্ট্রের পুনেতে নিমুনিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন বাজাজ অটোর প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান।
হার্ভাট বিশ্ববিদ্যালয়ের থেকে এমবিএ পাশ রাহুল বাজাজ ছিলেন রাজ্যসভার প্রাতন সদস্য। সামলেছেন ওয়াল্ড ইকোনোমিক ফোরাম, ইন্টারন্যাশনাল বিসিনেস কাউন্সিল এর চেয়ারম্যান পদ । তাঁর এই মৃত্যুর খবরে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন শিল্পপতি থেকে রাজনৈতিক মহল সকলে।