কলকাতা টাইমস ডেস্ক:
বড়পর্দা নয় ছোটপর্দাতেই কামব্যাক করছেন ভিকি। সিনেমা এবং টিভি জগতে বেশ অল্প সময়ে নিজের জায়গা করে নিয়েছেন এই নতুন তারকা ভিকি দেব।
জাহনারা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন। করোনা অতিমারির জন্য কিছুদিন বিরতির পর আবার ধারাবাহিকে ফিরছেন তিনি।
সিনেমা ছেড়ে এবার নতুন ধারাবাহিকে একজন বক্সারের চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে ছোটপর্দায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘দেবী’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকি কে। চরিত্রের নাম রুদ্র।
রুদ্র একজন বক্সার। যেহেতু একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন, তাই চরিত্রের প্রয়োজনে ভিকিকে নিয়মিত বক্সিং অভ্যাস করতে হচ্ছে। ফুকেত থেকে তিনি শিখে এসেছেন বক্সিংয়ের বিশেষ কৌশল।
‘দেবী’ ধারাবাহিকে ভিকির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নিশা পোদ্দারকে। ইতিমধ্যেই বেশ কিছু পর্বের শ্যুটিং সমাপ্ত হয়ে গিয়েছে।
জি বাংলায় ‘দ্বিরাগমন’ ধারাবাহিকে অভিনয় করে প্রথম লাইমলাইটে এসেছিলেন অভিনেতা ভিকি। ‘দ্বিরাগমন’ ধারাবাহিকে পুষ্পিতা মুখোপাধ্যায় এবং প্রীতি বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ভিকি। তখন থেকেই প্রায় সকলের ঘরে ঘরে পৌঁছিয়ে গিয়েছিলেন অভিনেতা।
ভিকির মিষ্টি অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে বেশ কিছু ধারাবাহিক এবং ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দৃশ্যান্তর’ ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই ছবির মাধ্যমেই বড়োপরদায় ডেবিউ করেছিলেন ভিকি।
এ ছাড়াও তাঁর উল্লেখ্যযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘বৌদি ডট কম’। পরবর্তী সময় ‘জাহনারা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছিলেন। এ বার ‘দেবী’ ধারাবাহিকে ভিকির অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন টেলি দর্শকরা।