কলকাতার টাইমস 24 : অভিনেতার জন্মদিনের কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘সামশেরা’ ছবির ৫২ সেকেন্ডের টিজার। হাতে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতের বেশে দেখা গিয়েছিল অভিনেতা রণবীর কাপুরকে। সূত্রের খবর, মার্চ মাসে নাকি বড়োপর্দায় আসতে চলছে ‘সামশেরা’। কিন্তু সম্প্রতি প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ঘোষণা করেছে এই ছবির মুক্তির তারিখ। আগামী ২২ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সামশেরা’ ছবিটি।সূত্রের খবর, অভিনেতা রণবীর জানিয়েছিলেন, ‘সামশেরা’ ছবির মতোই এইরকমই একটি ছবি করার জন্য অপেক্ষায় ছিলেন। তার কাছে এই ছবিটি চ্যালেঞ্জের মতো। কারণ তিনি তার কমফর্ট জোনের বাইরে গিয়ে এই ছবিটি করছেন। করণ মালহোত্রা পরিচালিত ‘সামশেরা’ ছবিতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত, বাণী কাপুর, রনিত রায়, আশুতোষ রানা ও অহনা কুমরাকে। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন বাণী কাপুর। ‘সামশেরা’ তে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ভরপুর অ্যাকশনে এই ছবিতেই প্রথমবারের জন্যে যশ রাজের সঙ্গে কাজ করবেন সঞ্জয় দত্ত।সূত্রের খবর, ছবি প্রসঙ্গে পরিচালক করণ মলহোত্রা বলেন, সামশেরা খুবই সাহসী এবং ভয়ংকর একটি চরিত্র। এবং যিনি খলনায়কের ভূমিকায় থাকবেন তাঁকেও একই রকম ভয়ংকর হতে হবে। তারই মধ্যে আবার বলিউডে শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া। ইতিমধ্যেই দুই পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, শোনা যাচ্ছে, রাজস্থানের রনথম্বরেই তাদের বিবাহ আসর বসতে চলেছে।
বড় পর্দায় আসতে চলেছে রণবীর কাপুরের ‘সামশেরা’
প্রকাশ: