Kolkata Times 24 : ‘ইডি-সিবিআই দেখিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। ১০০ দিনের টাকা দাও, নাহলে বিদায় নাও।’ কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে পুরুলিয়ার কর্মিসভা থেকে ফের এভাবেই সরব হলেন মমতা।
সোমবার শ্যামনগরে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। এবার একই সুর শোনা গেল মমতার গলায়। এদিন পুরুলিয়ার কর্মিসভায় তিনি বলেন, “কখনও লালু প্রসাদের বাড়িতে, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। বিজেপি নেতাদের গ্রেপ্তার করা উচিত। সবকটাকে জেলে পুরুক সিবিআই।” কয়লা পাচার, গরু পাচার মামলায় বিরোধী দলের নেতাদেরই টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। এরপরই হুঙ্কার দিয়ে বলেন, “কেন্দ্রীয় সংস্থা দিয়ে বারবার ভয় দেখানো হচ্ছে। ওরা ঠিক করেছে ঘরে ঘরে সিবিআই পাঠাবে। আমি কিন্তু কাউকে ভয় পাই না।” তিনি বলেন, “মোদি সরকার ভেজাল সরকার। ভোট এলে উজালা, ভোট কাটলে ঘোটালা। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও।” বিজেপি সাংসদ, বিধায়কদেরও খোঁচা দিয়ে বলেন, “বাংলায় বিজেপি নেতাদের দেখাই পাওয়া যায় না।” মমতার দাবি, ২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’।
অতীতের সমস্ত ভুল শুধরে নিয়ে দলীয় কর্মীদের এদিন উন্নয়নের পথে হাঁটার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল কর্মীদের সাধারণ মানুষের সমস্যার, অভাব-অভিযোগ শুনতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। ব্লকে ব্লকে মিছিল করতে হবে।