কলকাতা টাইমস 24: একধাক্কায় তিন ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। বিদায় বেলাতেও ঝোড়ো ইনিংস শীতের। শহর কলকাতা-সহ জেলাগুলিতে ফিরল শীতের আমেজ। ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলি অর্থাত্ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা আরও নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দিনভর থাকবে মনোরম আবহাওয়া। তবে বেশিদিন আর শীতের আমেজ পাবেন না রাজ্যবাসী। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী ১৬ তারিখ থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বঙ্গে।এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।চলতি মরশুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বিঘ্নিত হয়েছে শীতের আমেজ। কয়েকদিন শীতের আমেজ পাওয়া গেলেও তারপরই আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দেখা মিলেছে বৃষ্টির। এবারেও দিন কয়েক বৃষ্টির পর মেঘমুক্ত আকাশ, তারই জেরে নামছে পারদ। রবিবার পর্যন্ত তাপমাত্রা নামবে। তারপর দিন তিনেক তাপমাত্রার নতুন করে নড়চড় হবে না। সকাল-সন্ধে রাজ্যজুড়ে থাকবে শীতের আমেজ। ভোরর দিকে থাকবে হালকা কুয়াশা। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থেমেছে। দক্ষিণবঙ্গে গতকাল থেকেই পরিষ্কার আকাশ রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। নতুন করে আগামী দিন পাঁচেক রাজ্যের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং থাকবে মনোরম আবহাওয়া।
প্রকাশ: