Kolkata Times 24 : বোলপুরে এবার অমর্ত্য সেনের পর জমি দখলের অভিযোগ উঠল অপর্ণা সেনের বিরুদ্ধে! জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের বোলপুরের সুরুল এলাকায় একটি বাড়ি আছে। স্থানিয় বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকারের অভিযোগ বোলপুরে সুরুল এলাকায় অপর্ণা সেন তাঁর নির্দিষ্ট সীমানার বাইরে আরও দুই ছটাক জায়গা দখল করেছেন। এই মর্মে তিনি বোলপুর ভূমি রাজস্ব দফতরেও অভিযোগ জানিয়েছেন। সরকার পরিবার জানিয়েছেন, অপর্ণা সেন সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন। সেই কারণেই উপযুক্ত কাগজপত্র-সহ এই পরিবার সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছেন।
খবর অনুযায়ী, অপর্ণা সেনের তরফ থেকে তাঁর এই বাড়ির রেকর্ড করানোর জন্য আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আগের মালিকের কাছে নোটিস পাঠানো হয়। সেই নোটিস হাতে পেয়েই অসিতবাবু অভিযোগ জানান, ওই জমিতেই তাঁদের দুই ছটাক জমি রয়েছে। অসিতবাবুর এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দফতরে হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন অপর্ণা সেনের প্রতিনিধি।
ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সঞ্জয় রায় জানিয়েছেন, ”আমরা অভিযোগ পেয়েছি। আমাদের কাছে জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই মালিকদের নোটিস পাঠানো হয়। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে, এবিষয়ে অপর্ণা সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাঁকে ফোনে পাওয়া যায়নি। এর আগেও অমর্ত্য সেনের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন প্রতিবেশীরা।