রবিবার, জুন ৪, ২০২৩

“মৃত্যুর পরেও নবদম্পতি বাবার আশীর্বাদ পেলেন”

প্রকাশ:

- Advertisement -

মেয়ে-জামাইকে আশীর্বাদ করলেন মৃত বাবাও। শুনতে অবাক লাগছে? সত্যি, এ সবই হয়েছে দীনেশ এসপি ও জনগানন্দিনীর বিয়েতে। পারিবারিক ঐতিহ্য এবং প্রযুক্তির মিশ্রণে এক অভিনব বিয়ের আয়োজন করেছিলেন তাঁরা।

মন্ত্র পড়ে বিয়ের পরই ল্যাপটপে লগ-ইন করেন পাত্রপাত্রী। সেখানে আনন্দে মাতেন সবাই।তামিলনাড়ুর শিবলিঙ্গপুরমের দীনেশ ও জনগানন্দিনীর বিয়ে ছিল গত ৬ ফেব্রুয়ারি। ছোট্ট আদিবাসী এই গ্রামের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দূর-দূরান্তের অতিথিরাও। বিয়েতে সকলেই আনন্দ করলেন, নবদম্পতিকে আশীর্বাদও করলেন। যদিও যে যার বাড়িতে বসে। আর এ সব সম্ভব হয়েছে একমাত্র ‘মেটাভার্স’ এর দৌলতে।

মেটাভার্স এমন এক ভার্চুয়াল দুনিয়া যেখানে অগমেন্টেড রিয়্যালিটি, ভার্চুয়াল রিয়্যালিটি, হলোগ্রামের থ্রি-ডি অবতার, ভি়ডিয়ো এবং জনসংযোগের সম্মিলন ঘটেছে। যাঁরা মেটাভার্সে থাকবেন, তাঁরা তাঁদের বন্ধুদের সঙ্গে সারা দুনিয়া জুড়ে ভার্চুয়াল ট্যুরে যেতে পারেন, কনসার্টে যেতে পারেন, যোগাযোগ রাখতে পারেন এবং আরও নানা রকম অনুষ্ঠানে একসঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখতে পারেন।তামিলনাড়ুর এই যুগলের বিয়ের অনুষ্ঠান ছিল তেমনই। পাত্রের কথায়, ‘‘অতিমারি করোনার জন্য বিয়েবাড়িতে মাত্র ১০০ জনকে নিমন্ত্রণ করেছি। কিন্তু চেয়েছিলাম বিয়েতে আত্মীয় বন্ধুরা সবাই থাকুক। তাই সিদ্ধান্ত নিই মেটাভার্সে অনুষ্ঠান করব। আমি নিজেও ‘ব্লকচেন টেকনোলজি’তে কাজ করেছি।’’পাত্র-পাত্রী দু’জনেই হ্যারি পটারের ভক্ত। তাই বিয়েতে ‘থিম’ হিসাবে বেছে নিয়েছিলেন হগওয়ার্টকে। অতিথিরা সবাই হগওয়ার্ট থিমের বিয়ে অনুষ্ঠানে ঘুরলেন। মজা করলেন। যুগলকে আশীর্বাদ করলেন। সবাই ভার্চুয়াল অবতার এবং ইচ্ছেমতো পোশাক পরে ঘুরতে পারেন। বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রিতদের কাছে ছিল শুধু স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ। মন্ত্র পড়ে বিয়ের পরই ল্যাপটপে লগ-ইন করেন পাত্রপাত্রী। সেখানে আনন্দে মাতেন সবাই। পুরো বিয়ের ডিজাইন হোস্টিং-এ খরচ হয়েছে দেড় লক্ষ টাকা।জনগানন্দিনীর কথায়, ‘‘ভার্চুয়াল অনুষ্ঠানে প্রয়াত বাবা ছিলেন। আমি জানি, বাবা আমাদের দু’জনকে আশীর্বাদ করেছেন।’’ আর দীনেশ জানান, শ্বশুর মারা গিয়েছিলেন গত বছরের এপ্রিলে। নিজে রোবটিক্স নিয়ে পড়াশোনা করেছি। তাই, আমি তাঁর থ্রিডি অবতার তৈরি করেছি। এটা শুধু মেটাভার্সেই সম্ভব।’’ উল্লেখ্য, পশ্চিমের দেশগুলিতে মেটাভার্সে নানা সামাজিক উৎসব আয়োজিত হলেও ভারতে এটাই প্রথম।

spot_img

কলকাতা টাইমস ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা টাইমস ২৪ বাংলার ওয়েবসাইটে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

spot_img

পেজটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন
Related

প্রয়াত রাহুল বাজাজ

কলকাতা টাইমস 24 : চলে গেলেন শিল্পপতি রাহুল বাজাজ।...

১৬ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলার আশঙ্কা দেখছে আমেরিকা

কলকাতা টাইমস 24: আগামী 16 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনের...

আপাতত দলের সব শীর্ষপদ অবলুপ্ত! জাতীয় কর্মসমিতি ঘোষণা মমতার

কলকাতার টাইমস 24 : কালীঘাটের হাইভোল্টেজ বৈঠকে তৈরি হল...

কানাডায় হিন্দু মন্দির সুরক্ষিত রাখতে পদক্ষেপ ভারতীয় দূতাবাসের

কলকাতার টাইমস 24 : বিগত কয়েকমাস ধরে টরেন্ট এলাকায়...