কলকাতা টাইমস 24 : ভারতের নিজস্ব বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিপুল বাজার ধরতে জাপানের আন্তর্জাতিক শীতাতপ নিয়য়ন্ত্রকারী সংস্থা ডাইকিন অন্ধপ্রদেশে ,ভারতে তাদের তৃতীয় উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে শ্রীসিটি তে, যেখানে প্রথম পর্যায়ে বিনিয়োগ হতে চলেছে ১০০ হাজার কোটি টাকা। কলকাতায় এসে ডাইকিন এর ভারতীয় শাখার ডাইরেক্টর তথা সিনিয়র ম্যানেজার কুলদীপক ভিরমানি জানান ভারত সরকার যে প্রোডাক্ট লিঙ্ক ইনসেনটিভ এর সুবিধা দিচ্ছে তার ছত্রছায়ায় এই উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত কম্প্রেসার ও পিসিবি বর্তমানে আমদানি করা হচ্ছে যথাক্রমে থাইল্যান্ড ও তাইওয়ান থেকে। তবে প্রোডাক্ট লিঙ্ক ইনসেনটিভ এর সুবিধা নিয়ে তা ভারতেই তৈরি হবে অদূর ভবিষ্যতে।যার ফলে এই সমস্ত যন্ত্রাংশের আমদানির ক্ষেত্রে যে ৩০ দিন থেকে ৪৫ দিন সময় লাগতো তার সুরাহা যেমন হবে ,তেমনই উৎপাদন এর সময় কম লাগবে ,বাড়বে উৎপাদপন। আত্মনির্ভর ভারতের হাত ধরেই উৎপাদন বাড়িয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাজারে ধরতে স্বচেষ্ট হয়েছে ডাইকিন। কুলদীপকবাবু আরো জানান তারা ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়কারী শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্র বাজারে নিয়ে আসতে চলেছেন যার থেকে তাপ নিরগমন এর পরিমাণ বর্তমান এর মাত্র ৪ ভাগেট ১ ভাগ হয়ে যাবে যা যথেষ্ট পরিবেশ বান্ধব প্রযুক্তি
প্রকাশ: