কলকাতা টাইমস 24 : ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দমদম এলাকায়। এক-দুদিন নয়, টানা ৬ দিন ধরে মায়ের মৃতদেহ আগলে রাখল ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমদম কমলাপুর এলাকায়। দমদম কমলাপুরের বাসিন্দা দীপালি ভট্টাচার্য দিন ছয়েক আগে বাড়িতেই মারা যান। তারপর থেকে ছেলে তার মৃতদেহ আগলে ছিল বলে স্থানীয় সূত্রে খবর। শুক্রবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা দীপালি দেবীর আত্মীয়দের খবর দেন। এরপর সম্পর্কে মৃতার দেওর এসে পুলিসে খবর দিলে দমদম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশীর দাবি, দীপালি দেবীর ছেলে মানসিক ভারসাম্যহীন। এদিন দীপালি দেবীর ছেলে জানান, তিনি ছয় দিন ধরে একই সঙ্গে মায়ের সঙ্গে থাকতেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার রবিনসন স্ট্রিটে এমন ঘটনা প্রথমে দেখা যায়। তারপর শহর থেকে জেলা এই দেহ আগলে রাখার ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক ভারসাম্য হারানো লোকজনই এমন কাজ করে থাকেন বলে মনস্তত্ত্ববিদরা মনে করেন। এবার একই ঘটনা দেখা গেল দমদমে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দমদমে, মায়ের মৃতদেহ ছয়দিন আগলে রাখল ছেলে!
প্রকাশ: