Kolkata Times 24 : পরীক্ষা পর ৪০ দিনের মাথায় প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল। প্রথম স্থান পেয়েছে মালদহের ছাত্রী সারিফা খাতুন। শুধু তাই নয়, প্রথম দশে ৬ পড়ুয়াই এবার মালদহের। তবে পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর।
করোনা ভিতি কাটিয়ে চলতি বছরে অফলাইনে হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা। ২১ মার্চ শেষ হয়ে পরীক্ষা। পরীক্ষা শেষের ঠিক ৪০ দিনের মাথায় প্রকাশিত হল হাই মাদ্রাসার ফল। এদিন মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফল ঘোষণা করেন। চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। প্রথম স্থানে মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮৬। দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ। তিনি পেয়েছেন ৭৭৫। তৃতীয় স্থানে মহম্মদ ওয়াকিল আনসারি । তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৩।
চলতি বছরে ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪ শতাংশ। ছাত্ররা পাশ করেছেন ৮৭.৬০ শতাংশ।
চলতি বছরে পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও প্রথম দশে স্থান করে নিয়েছেন মূলত মালদহ ও মুর্শিদাবাদের পড়ুয়ারাই। উল্লেখ্য, গত বছরের তুলনায় চলতি বছরে বেশ খানিকটা কমেছে পাশের হার। ২০২১ সালে অনলাইন পরীক্ষায় পাশ করেছিলেন ১০০ শতাংশ পড়ুয়া। এবছর তা কমে হয়েছে ৮৭.০২ শতাংশ।