কলকাতা টাইমস 24 : রাজ্যের ৪ পৌরনিগম শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে নির্বাচন চলছে আজ।কোভিড বিধি মেনে, কড়া নিরাপত্তায় ৪ পুরসভায় শুরু হয়েছে ভোট গ্রহণ।জানুয়ারি মাসেই নির্বাচন হওয়ার কথা থাকলেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের জেরে নির্বাচন পিছিয়ে গিয়েছিল। এই আবহে আজকে চার পৌরনিগমে টানটান উত্তেজনা।
শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে আজ। এখানে চার লক্ষের বেশি ভোটার। প্রার্থী সংখ্যা প্রায় দুশো। বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা রয়েছে ৪৬৮টি। মোট ভোটারের সংখ্যা চার লক্ষ ৪৬ হাজার ৬৪০ জন। চন্দননগর পুরনিগমে মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি। তবে শনিবার ৩২ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনের আগেই ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পালের মৃত্যু হওয়ায় সেই ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত থাকছে। ৩২ টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ১৭৯। আসানসোল পৌরনিগমে মোট ১০৬টি ওয়ার্ড রয়েছে। ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮। আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট ৪৩১ জন প্রার্থীর।
ভোটপর্ব নির্বিঘ্নে করতে এই চার পুরসভায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোটের নিরাপত্তায় রয়েছে ন’হাজার রাজ্য পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে এক জন এএসআই, দু’জন সশস্ত্র, এক জন লাঠিধারী পুলিশ থাকবে। ভোটগ্রহণ কেন্দ্রে ন’টি বুথ থাকলে সেখানে এক জন ইন্সপেক্টর, তিন জন এএসআই, চার জন সশস্ত্র পুলিশ থাকবে। আদালতের নির্দেশ মেনে এবার বিধাননগর পুরসভায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চার পুরসভার নির্বাচনে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকছেন জ্ঞানবন্ত সিংহ।