কলকাতা টাইম্স ডেস্কঃ দেশে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ।এটা বাস্তব যে, দেশ করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় যতটা সময় কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছিল, এবার ততটা হয়নি।
গত বছর দেশে লক্ষ লক্ষ করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন। শ্মশানের চিন্তা নেভেনি, গঙ্গায় ভেসেছিল মৃতদেহ, হাহাকার দেখা গিয়েছিল হাসপাতালের বেড আর অক্সিজেন নিয়ে। এবার কিন্তু সে অবস্থা হয়নি ।বৃহস্পতিবার যেখানে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭২ হাজার, শুক্রবার সেটাই কমে দেড় লক্ষের কাছাকাছি হয়েছে।নতুন বছর শুরু হয়েছে সেই করোনার আতঙ্ককে সঙ্গে নিয়েই। তবে, এই মুহূর্তে ধীরে ধীরে কমছে তৃতীয় ঢেউয়ের গতি। কেন্দ্র বলছে করোনার তৃতীয় ঢেউ শেষ।
করোনা পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার।পাশাপাশি জোর দিতে বলছেন টিকাকরণেও ।গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের তুলনায় সুস্থতা অনেকটাই বেশি। দৈনিক ২ হাজার ৬১৪ জন করোনাকে হারিয়েছেন। এখনও পর্যন্ত টিকার আওতায় এসেছে ১৬৮.৪৭ কোটি মানুষ।কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।দেশের সর্বিক করোনা গ্রাফ স্বস্তি ফেরালেও কেরালার করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে দাবি বিশেষজ্ঞ মহলের একাংশের। কেরালাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৮৭ জন। আরও চার রাজ্য – মহারাষ্ট্র, তামিলনাডু, কর্নাটক এবং গুজরাট চিন্তা বাড়াচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে তামিলনাডু ১৬ হাজার ৯৬ জন, মহারাষ্ট্র ১৪ হাজার ৩৭২ জন এবং কর্নাটক ১৪ হাজার ৩৬৬ জন, গুজরাট ৮ হাজার ৩৩৮ জন।
সংক্রমণ এড়াতে এখনও বেশ কিছুদিন স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরি বলে জানাচ্ছেন তাঁরা।কড়া কোভিডবিধি এবং টিকা-এই দুই অস্ত্রের উপর ভর করেই করোনাযুদ্ধে এগোচ্ছে দেশ।