বড়ো রকমের স্বস্তি দিল পশ্চিমবঙ্গের কোভিড গ্রাফ। রাজ্যের দৈনিক সংক্রমণ দুই হাজারের নীচে নেমে এল সোমবার. কলকাতার সক্রমনও নামল পাঁচশোর নীচে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত ৫,৫৪৬ জন।কিন্ত তার পরেও কমেছে সংক্রমণের হার, যা প্রমাণ করে যে রাজ্যে করোনার দাপট অনেকটা কমছে।কিন্ত উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখীই রইল মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৮২৫ জন। রাজ্যে বর্তমানে করোনা পজিটিভিটির হার ১২.৫৮ শতাংশ।গত কয়েক দিন ধরে সংক্রমণের নিরিখে রাজ্যের অন্যান্য জেলা গুলির মধ্যে শীর্ষস্থানে ছিল কলকাতা। কলকাতার করোনার গ্রাফও নিম্নমুখী, কমেছে মৃত্যুও। উল্লেখযোগ্যভাবে, দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে অভিযান চলছে দ্রুত গতিতে। এ পর্যন্ত ১৬৬.৬৮ কোটির বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক জনসংখ্যাকে টিকা দেওয়া হয়েছে।সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নেমেছে। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন।রাজ্যে সংক্রমণ কমায় চলতি সপ্তাহেই খুলে যাচ্ছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। সোমবারই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণার পরই স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। নিম্নমুখী করোনার গ্ৰাফের খবরে স্বস্তি দেখছে রাজ্য সরকার এবং রাজ্যবাসীও।
“স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার গ্ৰাফ”
প্রকাশ: