কলকাতা টাইমস 24 : আমেদাবাদে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারাল রোহিত শর্মারা। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ জয়। ভারতের ২৬৫ রানের জবাবে ৩৭.১ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ নিলেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট দীপক চাহার ও কুলদীপ যাদবের। একদিনের সিরিজ হোয়াইটওয়াশ বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজের আজ প্রয়োজন ছিল ২৬৬ রান। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। ১৯ রানে পড়়েছিল প্রথম উইকেট। ৮২ রানের মাথায় সপ্তম উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নিকোলাস পুরাণের নেতৃত্বাধীন দল। ১২২ রানে পড়ে অষ্টম উইকেট। নয়ে নামা ওডিয়ান স্মিথ তিনটি করে চার ও ছয় মেরে ১৮ বলে সর্বাধিক ৩৬ রান করেন। ৩৯ বলে ৩৪ রান করেন পুরাণ। শাই হোপ ৫, ব্র্যান্ডন কিং ১৪, ড্যারেন ব্র্যাভো ১৯, জেসন হোল্ডার ৬ রানে আউট হন। শামার ব্রুকস ও ফ্যাবিয়ান অ্যালেন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। আলজারি জোসেফ (২৯) ও হেডেন ওয়ালশ (১৩)-এর পার্টনারশিপে ভর করে দেড়শো পেরোতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে প্রথম বিপর্যয় ঘটায় মহম্মদ সিরাজ। এরপর দাপট দেখান প্রসিদ্ধ কৃষ্ণ ও দীপক চাহার। কামব্যাক ম্যাচে কুলদীপ যাদব পুরাণ ও অ্যালেনের উইকেট দুটি পেলেও তাঁর ইকনমি ৬.৩৭। দীপক চাহার ৮ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন। ৮.১ ওভারে ১টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করায় সিরিজে সর্বাধিক উইকেটশিকারী হলেন প্রসিদ্ধ কৃষ্ণ। মহম্মদ সিরাজের ৯ ওভারে ১টি মেডেন, ২৯ রানের বিনিময়ে তিনি পেলেন তিন উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ২৬৫ রান তুলেছিল। ১১১ বলে ৮০ রান করেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ করেন ৫৪ বলে ৫৬। দীপক চাহার ৩৮ ও ওয়াশিংটন সুন্দর ৩৩ রান করেন। একটি মেডেন-সহ ৮ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। আলজারি জোসেফ ও হেডেন ওয়ালশ দুটি করে উইকেট দখল করেন।
প্রকাশ: