কলকাতা টাইমস 24: আগামী 16 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে রাশিয়া। অন্তত এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইড্রেন। সূত্রের খবর ব্রিটেন , জার্মানি, ইতালি , ফ্রান্স , কানাডা এর রাষ্ট্র প্রধানদের সঙ্গে টেলিফোন এ মিটিং করার সময় এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।এই আলোচনায় ইউরোপিয়ান কমিশন ও ন্যাটো জোটের সেক্রেটারি জেনারেল ও উপস্থিত ছিলেন। মিসাইল বা সাইবার পদ্ধতিতে রাশিয়া আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তবে ব্রিটেনের পক্ষ থেকে জানানো হয়েছে 16 ফেব্রুয়ারি নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে।যদিও এর আগে মার্কিন সূত্র থেকে জানানো হয়েছিল বেজিং ওলিংপিক শেষ হলে রাশিয়া আক্রমণ চালাতে পারে ইউক্রেনের ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইতিমধ্যেই ইউক্রেনের পাশে দাঁড়াতে সেনাবাহিনী পাঠাতে শুরু করে দিয়েছে সঙ্গে যুদ্ধাস্ত্রো। অনেকেই এই ধরণের পরিস্থিতি কে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির পূর্বাভাস বলে মনে করছেন। কারণ তাদের মতে যুদ্ধ শুরু যদি সত্যিই হয় তাহলে তা দুটো বা তিনটে দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা কোনো ভাবেই সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে।
আমেরিকার পর রাশিয়াও তাদের ডিপ্লোমেটদের সরতে বলল ইউক্রেন থেকে। তবে কি মার্কিন প্রেসিডেন্ট এর আশঙ্কা সত্যি হতে চলেছে!! রাশিয়ার বিদেশ প্রতিমন্ত্রী আন্দে রুদেনকে ট্যাস সংবাদ সংস্থার সাক্ষাৎকারে জানান আমরা বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার জন্যই পদক্ষেপ গ্রহণ করেছি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এর পদক্ষেপের দিকে তিনি ইঙ্গিত করেন।