Kolkata Times 24 : আপাতত বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশে কাজ বন্ধ রাখছে KMRCL ৷ বর্ষার সময় মাটি নরম থাকে যার জেরে আরও পিছোচ্ছে বউবাজারের কাজ। আপাতত চার মাসের জন্য কাজ পিছিয়ে যাচ্ছে। বর্ষা দীর্ঘতর হলে সেই কাজ আরও পিছিয়ে যাবে বলে জানিয়েছে KMRCL। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন বিশেষজ্ঞ প্রফেসর লিওনার্দো জন ইন্ডিকট। আগেরবার বউবাজারের যাবতীয় রিপোর্ট বানিয়েছিলেন তিনি। KMRCL-এর এক্সপার্ট কমিটির সদস্য এই ভূ-বিশেষজ্ঞ।
বউবাজার দুর্গাপিতুরি লেন পরিদর্শন করেছেন আইআইটি রুরকির একটি বিশেষজ্ঞ দল। নরেন্দ্র সামাধিয়া ও আকাঙ্খা ত্যাগী দুই অধ্যাপক ও সহকারী অধ্যাপক আইআইটি রুরকির এই প্রতিনিধি দলের দায়িত্বে আছেন। ১১ মে বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য নতুন করে ফাটল দেখা দেওয়ার পর কলকাতা পুরসভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানায় এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো দেখে রিপোর্ট দেওয়ার জন্য। এর পাশাপাশি কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডও আইআইটি রুরকির বিশেষজ্ঞদের বিষয় টি জানায়।
প্রধানত এলাকা পরিদর্শন এবং আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন ধরনের সতর্কতা প্রয়োজন সেই বিষয়ে মতামত দেওয়ার জন্যেই এই বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ইতিমধ্যেই সেই বিশেষজ্ঞ দল বউবাজার এলাকা ঘুরে দেখেন।
জানা গিয়েছে অন্যদিকে নতুন করে মাটি পরীক্ষা করতে চলেছে আইআইটি রুরকি। আপাতত স্বস্তিতে বন্ধ হয়েছে পুরোপুরি জল বেরনো ৷ কোনওভাবেই আর জল উঠছে না। যে এগারোটি জায়গা থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছিল তা গ্রাউটিং করে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জল বেরনো বন্ধ মানেই গ্রাউটিং বন্ধ করে দেওয়া হবে এমনটা নয়। এক্সটেনসিভ গ্রাউটিংয়ের কাজ চলবেই। একই সঙ্গে আরও একটি স্বস্তির খবর, সুড়ঙ্গের নীচের অংশে বন্ধ হয়েছে মাটির নড়াচড়া। বিভিন্ন জায়গায় বসানো মিটারে তা ইতিমধ্যেই ধরা পড়েছে। নতুন করে কোনো বাড়িতে আর ফাটল ধরবে না বলেই মনে করা হচ্ছে।
আগামী দিনে সমস্ত বিপদ এড়িয়ে কিভাবে বউবাজারের ৩৬ মিটার অংশের বাকি কাজ কি ভাবে শেষ করতে হবে তার সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে দেবেন আইআইটি রুরকি অধ্যাপকরা। আপাতত বর্ষা না মিটলে সেই কাজ শুরু করা হবে না।