

মুম্বই : গতকাল দুপুরে ফুটফুটে মিষ্টি কন্যা শিশুর জন্ম দিয়েছিলেন অভিনেত্রী অনুস্কা শর্মা। বিকাল ৪টে ১৫ নাগাদ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টুইট করে জানান অনুস্কা ও তাঁদের মেয়ে সুস্থ আছেন সকলের আশীর্বাদে। তিনি তাঁর সকল অনুগামীদের ধন্যবাদ জানান।
আর এবার বিরাট ও অনুস্কার কন্যাসন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন বিরাটের ভাই বিকাশ কোহলি। ইন্সটাগ্রামে নতুন সদস্যকে আমন্ত্রণ জানিয়ে ছবি পোস্ট করলেন বিকাশ কোহলি। ইন্সটাগ্রামে নরম কম্বলে ঢাকা ফুটফুটে বিরাট কন্যার ছবি গতকাল রাত্রে শেয়ার করলেন বিকাশ কোহলি।
২০১৭ সালের ১১ ডিসেম্বর অনুস্কা শর্মা ও বিরাট কোহলির বিবাহ সম্পন্ন হয়। একজন বিখ্যাত ক্রিকেটার ও একজন জনপ্রিয় অভিনেত্রীর জীবনে গতকাল ২০২১ সালের ১১ জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হসপিটালে জন্ম নিল বিরাট কন্যা।
করোনা পরিস্থিতিতে এটি একটি অন্যতম সুখবর। বলিউডের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীরা অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছেন তাঁদের। নেটিজেনরা ও বিরাট-অনুস্কা অনুগামীরাও অভিনন্দন জানাচ্ছেন তাঁদের। ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়ের অন্যতম কারণ বিরাট-অনুস্কার কন্যা।