

কলকাতা: করোনার জালে জর্জরিত থাকার সময়েই ভয়াল রূপ নিয়ে বঙ্গে আঘাত হেনেছিল মহা শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। সেই ঝড় লণ্ডভণ্ড দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে রাজ্য সরকার বিরোধী দল বিজেপি। সরকারের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দেখা করে জানাবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে কেন্দ্রের বরাদ্দ করা ক্ষতিপূরনের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার কথাও তিনি জানাবেন বলে খবর।
আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর নবান্নে বৈঠক করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে তার আগে কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করবেন দিলীপ ঘোষ সহ থাকবেন লকেট চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। ত্রান দেওয়া নিয়ে দলবাজি করা সহ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একধিক অভিযোগ জানানোর কথা বিজেপির নেতাদের। সেই সঙ্গে তারা এটাও অনুরোধ করবেন যাতে কেন্দ্রের বরাদ্দ এক হাজার কোটি টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষদের অ্যাকাউন্টে যায়। আমফান তাণ্ডব দেখানোর পরেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি বিবেচনা করেই ত্রানের কথা ঘোষণা করে গিয়েছিলেন এবং জানিয়ে গিয়েছিলেন তাঁর ফিরে যাওয়ার পরে রাজ্যে আসবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
সেই কথা মতোই পাথরপ্রতিমার অবস্থা ক্ষতিয়ে দেখেতে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব অনুজ শর্মার নেতৃত্বে ৭ সদস্যের কেন্দ্রীয় সমীক্ষক দল রাজ্যে এসেছেন বৃহস্পতিবার। তাঁরই কাল দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে গিয়েছিলেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল দুটি ভাগে বিভক্ত হয়ে এলাকা পরিদর্শন করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, আর কে দুবে, সমীরণ সাহা। শুক্রবার সাড়ে দশটায় ধামাখালিতে প্রথমে বৈঠকে বসেন এবং তারপর তাঁরা সেখান থেকে সড়ক পথে সন্দেশখালি ও পাথরপ্রতিমার ব্লকে উত্তর গোপাল নগরে হেলিকপ্টারে করে যান। পাথরপ্রতিমা ব্লকে উত্তর গোপাল নগরে একটি নদী বাঁধ ছিল তা তাঁরা ক্ষতিয়ে দেখেন।
আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় কলকাতা-সহ বাংলার একাধিক জেলা। ভেঙ্গে পরে বহু কাঁচা বাড়ি ও গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বেশ কয়েকদিন ধরে ব্যাহত হয় বিদ্যুৎ ও জল পরিষেবা। এমনকি সুন্দরবনের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বাংলার ক্ষতি খতিয়ে দেখাতি রাজ্যে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। পরিস্থিতি খতিয়ে দেখার পর আরও আর্থিক অনুদান পাওয়া যেতে পারে বলে সূত্রের খবর। ড্রোনের সাহায্যে বিপর্যস্ত এলাকার তোলা ছবি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সামনে পেশ করা হবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী একটি বিস্তারিত তথ্য-সহ নথি তৈরি করেছেন। সেই তথ্য পেশ করা হবে।