

কলকাতা: সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি শিবিরে চলছিল জল্পনা। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিজেপির মিছিলে উপস্থিত ছিলেন শোভন-বৈশাখী। তাদের নিয়েই তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “গতকাল সভায় তৃণমূল ছাড়লেন কেন বললেন শোভন। বৈশাখী কত ভালো বলেছেন। কিন্তু বিজেপিতে কেন এলেন? তা বলতে পারেননি!”
এরপর তিনি বলেছেন, “বিজেপির কাছেও আমার প্রশ্ন, তারাই বা এদের নিচ্ছে কেন? এতটাই কি খারাপ অবস্থা আপনাদের দলের? যে নেতৃত্ব দেওয়ার মত আপনাদের দলে কেউ নেই?” সেই সঙ্গে চিটফান্ডের সঙ্গে যুক্ত শোভনের গ্রেফতার হওয়া চাই, এই দাবিও তিনি করেছেন। শোভন আইকরের প্রোমোটার ছিলেন, সারদার জন্য এক কোটি টাকা পেয়েছেন বলেও দাবি করেন কুণাল।
আর এই চিটফান্ড মামলা থেকে বাঁচতেই তিনি বিজেপিতে গিয়েছেন। শুধু শোভন নয়, মুকুল রায়, শুভেন্দুই একই কারণে বিজেপিতে গিয়েছেন বলে মন্তব্য করেন কুণাল। এর আগে বর্ধমানের খন্ডঘোষের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কুণাল বলেন, “শোভন চট্টোপাধ্যায় বৈশাখী ছাড়া হাঁটতে পারে না। বৈশাখীর পা ফুললে শোভন ঘর থেকে বেরোয় না।”