

কলকাতা: শহরের ঠাকুরপুকুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোকার মণ্ডলপাড়ার একটি একটি বাড়ি থেকে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে, তিনটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন করা হয়েছে নাকি আত্মহত্যা সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। পরিবারের মধ্যে কোনও ঘটনা বা ঝামেলা হয়েছিল কি না তাও জানতে চাওয়া হচ্ছে প্রতিবেশীদের থেকে। ফোনের কল রেকর্ডও দেখা হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, বুধবার সকালে ওই বাড়ি থেকে কারো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশী ডাকাডাকি করছিলেন। তখনই পুলিশে খবর দেওয়া হয়।
ঠাকুরপুকুর থানার পুলিশ এসে বাড়িতে ঢুকে দেখেন একটি ঘরে সিলিং থেকে ঝুলছে বাবা-মা ও ছেলের মৃতদেহ। মৃতদের মধ্যে চন্দ্রব্রত মণ্ডল (৫০), মায়ারানি মণ্ডল (৪৫) ও সুপ্রিয় মণ্ডল (২৮)।