

কলকাতা: বিজেপির প্রার্থী তালিকা ঘোষনা নিয়ে গেরুয়া শিবিরেই জোর জল্পনা চলছিল। কিন্তু মঙ্গলবার বিজেপির শেষ দফার প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছে, তাতে নাম উঠে এসেছে দুই সুব্রতর|একজন ঠাকুরবাড়ির সন্তান তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর, অন্যজন ভারতীয় সেনার প্রাক্তন শীর্ষকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। সুতরাং, বিজেপি সরকার অতিচর্চিত চেনা মুখ প্রার্থীর নাম ঘোষণা করে তাক লাগিয়ে দিচ্ছে।
বঙ্গে জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। শেষ প্রার্থী তালিকায় নাম ঘোষণা করলো সুব্রত সাহার , যিনি প্রাক্তন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। অর্থাৎ বছরের পর বছর ঘর ছেড়ে দেশ সেবায় নিয়োজিত ছিলেন তিঁনি, এমনকি বালাকোটে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকের নেপথ্যের অন্যতম কারিগর তিনিই। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়ার’ নকশাও তাঁর হাতেই তৈরি, অনেকেই তাঁকে পোস্টার বয় হিসাবে অবিহিত করেন|নরেন্দ্র মোদির খুব কাছে থেকেই তাঁর সঙ্গে কাজ করেছেন এমনটাই সংবাদমাধ্যমের সামনে বলেছেন| প্রধানমন্ত্রী তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য করেন, বর্তমানে তিঁনি সেই পদেই রয়েছেন| প্রার্থী তালিকা ঘোষণার পর সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জেনারেল সাহা বলেছেন- “এতদিন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছি, এখন মানুষের সেবা করবো|এলাকার মানুষদের সমাজবিরোধী কার্যকলাপের হাত থেকে রক্ষা করাটাই আমার প্রথম কাজ।”
বিজেপির জাতীয়তাবাদী মনোভাবকে সামনে রেখেই একুশের ভোটে লড়তে চলেছে কেন্দ্রীয় সরকার| মূলত চেনা ছকের মধ্যেই ফেলতে চাইছে একুশের বিধানসভা ভোটকে, এমনটাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। চেনা ছককে হাতিয়ার করেই একজন বাঙালি সেনা কর্তাকে বঙ্গে রাসবিহারীর প্রার্থী করেছেন। জাতীয়তাবাদী মনোভাবকে জাগিয়ে তোলার তীব্র চেষ্টা করছে বিজেপি, ফল কি হবে একুশের নির্বাচনে সেটাই দেখার।