

গুয়াহাটি: প্রকৃত কোনো ভারতীয় (Indian) নাগরিকত্ব হারাবেন না, কেবলমাত্র অনুপ্রবেশকারীদেরই চিহ্নিত করা হবে এবং সেই মোতাবেক সংশোধন করা হবে এনআরসিতে (NRC)। অসমে (Assam) নির্বাচনের আগে জনসভায় এমনই দাবি গেরুয়া শিবিরের। অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে ১০টি প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আর সেখানেই বির্তকিত এনআরসি নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
গুয়াহাটিতে প্রকাশিত ১০টি ইস্তেহার হল :
১. বন্যার কবল থেকে অসমের মানুষকে বাঁচাতে ‘মিশন ব্রহ্মপুত্রে’র সূচনা।
২. পাট্টা প্রদান করে জমিহীনদের পাশে দাঁড়ানো হবে।
৩. আগামী ৫ বছরে বার্ষিক ২ লক্ষ তরুণকে সাহায্যের প্রতিশ্রুতি।
৪. ২ লক্ষ মানুষকে সরকারি চাকরি দেওয়া হবে।
৫. অষ্টম শ্রেণি থেকে প্রত্যেকটি মেয়েকে সাইকেল।
৬. ৩০ লক্ষ মানুষকে মাসিক ৩ হাজার টাকা অর্থসাহায্য।
৭. সমস্ত নামঘরের জন্য বার্ষিক আড়াই লক্ষ টাকার সাহায্য।
৮. অন্যদেশের সাহায্য ছাড়াই অসমকে আত্মনির্ভর করা হবে।
৯. রাজ্যের সমস্ত মানুষের রাজনৈতিক অধিকার রক্ষার্থে সীমান্তরেখা নির্ধারণের গতি বাড়ানো।
১০. প্রকৃত কোনো ভারতীয়রা নাগরিকত্ব হারাবেন না।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত হয়েছিল অসমের এনআরসির চূড়ান্ত তালিকা। সেই তালিকায় বাদ পড়েছিল প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অধিকাংশই। আর সেই ক্ষোভ ঠান্ডা করে ভোট জিততেই এনআরসি নিয়ে ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের।