

নয়াদিল্লি: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন রাষ্ট্রপতি।
শুক্রবার সকালে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন রাষ্ট্রপতি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানানো হয়ছে, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কি কারনে তাঁর বুকে ব্যাথা হচ্ছে সেটা জানানো হয়নি। একাধিক টেস্ট সম্পন্ন করা হয়েছে। বেশ কিছু রুটিন চেক আপ আপাতত চলছে বলে খবর। ইতিমধ্যে, সেখানে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই মুহূর্তে তিনি অবজারভেশনে রয়েছেন।
রাষ্ট্রপতিভবন থেকে জানানো হয়েছে, কোনও উদ্বেগের কারণ নেই। রুটিন চেকআপ এবং কিছু সমস্যার কারণে রাষ্ট্রপতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আশঙ্কা বা উদ্বেগের কোনও কারণ নেই।