

কলকাতা: লাগামছাড়া সংক্রমণ দেশে৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ২৬৫ জন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার মতো অতিমারী রুখতে আর কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই সম্বন্ধীয় আলোচনাই করবেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদীর ডাকা এই বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও বহুবার প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকা একাধিক বৈঠক এড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও মুখ্যসচিব কখনওবা স্বরাষ্ট্রসচিবদের পাঠিয়েছেন বৈঠকে। বাংলায় এখন নির্বাচন চলছে। তৃণমূল ও বিজেপি যুযুধান দুই প্রবল প্রতিপক্ষ। বাংলায় প্রচারে এসে প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করছেন মোদী। তৃণমূলের আমলে রাজ্য হিংসা ও অরাজকতা বেড়ে চলেছে বলে একের পর এক সভায় অভিযোগ তুলছেন মোদী। পাল্টা মোদীর বিরুদ্ধে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোদীকে বিঁধে একের পর এক মন্তব্যও করছেন তিনি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চাইছেন না মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক ব্যাক্তিত্বরা অবশ্য মনে করছেন, রাজ্যে নির্বাচন চলাকালীন মোদীর সঙ্গে বৈঠক এড়ানো তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক ‘চাল’৷ ভোটের বাংলায় মোদী-বিরোধিতার মেজাজ জিইয়ে রাখতে চাইছেন তৃণমূল সুপ্রিমো৷ সেই কারণেই নির্বাচন চলাকালীন কিছুতেই তিনি মোদীর সঙ্গে বৈঠকে বসতে চাইছেন না৷
উল্লেখ্য, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬০হাজার৷ এই মুহুর্তে সেরাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ১ হাজার ৫৫৯ জন। সংক্রমণ কাঁপুনি ধরাচ্ছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ১০ হাজার ৪৪২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। শুধু মুম্বই শহরেই এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন।