

ক্যালিফোর্নিয়া : মানুষের সাথে সাথে পশুদের উপরেও করোনার থাবা পড়তে শুরু করেছে বহু আগে। কিন্তু গোরিলার কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম।
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর জু সাফারি পার্কে দুই গরিলা করোনা রোগে আক্রান্ত। শুধু আমেরিকাই নয়, বিশ্বেও প্রাইমেটদের মধ্যে এই প্রথম কোনও প্রাণী করোনা আক্রান্ত হল।
করোনার নতুন স্ট্রেন নিয়ে মানব সমাজ চিন্তিত। তার মধ্যে প্রাণীরাজ্যেও পরল করোনার থাবা। এই প্রথম গোরিলার শরীরে মিলল করোনা পজিটিভ।
পার্কের এগজিকিউটিভ ডিরেক্টর লিজা পিটারসন বলেছেন, আক্রান্ত প্রাণীদের ফ্লুইড, ভিটামিন এবং অন্যান্য খাবার দেওয়া হচ্ছে। কিন্তু নির্দিষ্ট কোনও চিকিৎসা এখনও শুরু শুরু হয়নি।
তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য , আক্রান্ত গোরিলাদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য , আমেরিকায় করোনা ভাইরাসের প্রকোপের কারণে ২০২০ এর ডিসেম্বর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই চিড়িয়াখানাটি।