

বাঁকুড়াঃ হাইভোল্টেজ একুশের নির্বাচন। নীল বাড়ি দখলের লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। সময় যত এগোচ্ছে বঙ্গে নির্বাচনী প্রচার সভার সংখ্যাও তত বাড়ছে। বিজেপির হয়ে প্রচারে আসছেন মোদী, শাহ থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতৃত্বরা। শেষ মুহূর্তে এবার বিজেপির হয়ে রাজ্যে প্রচারে আসছেন সাংসদ গৌতম গম্ভীর।
উনিশের লোকসভাতে বাঁকুড়াতে ভালো ফল করেছিল বিজেপি। একুশের বিধানসভাতেও সেই জমি ধরে রাখতে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে টক্কর দিতে আজ ভোটের প্রচারে দিল্লি থেকে গৌতম গম্ভীরকে উড়িয়ে আনছে বিজেপি।
সোমবার বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে রোড শো করবেন বিজেপি নেতা ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেখান থেকে তিনি চলে যাবেন পুরুলিয়ার সাঁওতালডিতে। পারা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে রোড শো করবেন গম্ভীর।