

চুঁচুড়া: বঙ্গে চলছে নির্মাচনী মহাযুদ্ধ।রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজই ঘটে চলেছে বিভিন্ন রাজনৈতিক গোলযোগের ঘটনা।এদিন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়েরআপ্ত সহায়ক কে মারের অভিযোগ ওঠে পুলিশের বিরূদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে রাস্তায় অবরোধে নামেন বিজেপি কর্মী সমর্থকরা।তাদের সাথে একই ভাবে প্রতিবাদে সামিল হন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।রাস্তার এই অবরোধ তুলতে পুলিশ চড়াও হলে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।