

কলকাতা: তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলের গলাতেই আত্মবিশ্বাসের সুর ভরপুর। ‘এবার দুশো পার’ এই স্লোগানেই বাংলায় প্রচার করছে পদ্ম শিবির। সঙ্গে শান্তি ফেরানোর বার্তা ও ‘সোনার বাংলা’ গড়ার আশ্বাস। ২মে রাজ্যে আসল পরিবর্তন আসছে বলেও জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
এই সব কিছুর মধ্যেই এমন এক মন্তব্য করে বসলেন ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। বাংলায় তৃতীয় দফা নির্বাচনের দিনই জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁকে স্বাগত জানাতে গিয়েই একটি টুইট করেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার দিন্দা। লেখেন,’আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।’
এই ট্যুইট করার পর থেকেই নেট দুনিয়ায় তুমুল হাসাহাসি শুরু হয়েছে বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে নিয়ে। বেফাঁস টুইট করে নেটদুনিয়ায় আপাতত হাসির খোরাকে পরিণত হয়েছেন। ভুল করে শান্তির পরিবর্তে ‘অশান্তি’ লিখে ফেলেছেন অশোক দিন্দা। সেটা সকলেই বুঝতে পারছেন। কিন্তু আশ্চর্যের বিষয় প্রায় একদিন পর ট্যুইটটি ডিলিট করেন দিন্দা। এদিকে অনেকেই তাকে নিয়ে নানা মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। অনেক নেটিজেনরা বলছেন, ভুল করে সত্যি কথাটাই বলে দিয়েছেন অশোক দিন্দা।