

পানাজি, গোয়া : কয়েক সপ্তাহ আগে জোর জল্পনা ছিল, হায়দ্রাবাদ এফসি ছেড়ে এসসি ইস্টবেঙ্গলে আসতে চান বর্ষীয়ান ভারতীয় গোলকিপার সুব্রত পাল। সেই নিয়ে কাজ সারছিলেন লাল-হলুদ ম্যানেজমেন্ট। এদিকে হায়দ্রাবাদ এফসি নিজেদের গোলকিপিং সমস্যা মেটাতে অপশন খুঁজছিল। আর শেষ অবধি এক চুক্তিতে দুই ক্লাবের সমস্যার সমাধান হল।
মরশুম শেষ অবধি লোন চুক্তিতে হায়দ্রাবাদ এফসিতে যাচ্ছেন তরুণ গোলকিপার শঙ্কর রায়। জামসেদপুর এফসির বিরুদ্ধে এবারের আইএসএলে একটি ম্যাচে নামলেও চোট পেয়ে বেরিয়ে যান।
আর তারপর দেবজিত মজুমদারের জায়গায় আর সুযোগ পাননি শঙ্কর। ফলে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হায়দ্রাবাদ এফসিতে তাকে পাঠানো হচ্ছে। লক্ষ্মীকান্ত কাট্টিমনির ফর্ম অত্যন্ত খারাপ, ফলে প্রথম একাদশেই খেলার সুযোগ পাবেন এই বঙ্গতনয়।
এদিকে অভিজ্ঞ বাঙালি গোলকিপার সুব্রত পাল মরশুম শেষ অবধি থাকবেন এসসি ইস্টবেঙ্গলে। যদিও প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তিনকাঠির নীচে বেশ ভালো ফর্মে রয়েছেন দেবজিত। ফলে ব্যাকআপ হিসেবেই থাকতে হবে ভারতীয় ফুটবলের স্পাইডারম্যানকে।