

পানাজি, গোয়া : জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যায়ে এসে আবারও চমক তৈরি করল এটিকে-মোহনবাগান। সোয়াপ ডিলে ওড়িশা এফসি থেকে ব্রাজিলিয়ান মায়েস্ত্রো মার্সেলিনহোকে সই করতে চলেছে এটিকে-মোহনবাগান, এদিকে নিজেদের অসি মিডফিল্ডার ব্র্যাড ইনম্যানকে ওড়িশা এফসিতে দিতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
জানা গিয়েছে, লোন চুক্তিতে মরশুম শেষ অবধি এটিকে-মোহনবাগানের হয়েই খেলবেন ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার। এডু গার্সিয়ার চোটের জেরেই এমন এমার্জেন্সি সাইনিং করেছে এটিকে-মোহনবাগান। অন্যদিকে মার্সেলিনহোর খারাপ ফর্মের জেরে তুলনামূলক কম বয়সী মিডফিল্ডার ব্র্যাড ইনম্যানকে তুলে নিল ওড়িশা এফসি।
আইএসএল এর গোল্ডেন বুট জয়ী এই ব্রাজিলিয়ান চলতি মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না। এবারের আইএসএলে মাত্র আটটি ম্যাচ খেলেছিলেন ওড়িশার হয়ে, যেখানে মাত্র ৩০৭ মিনিট খেলেছিলেন। গত মরশুমে শেষ স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির হয়ে সাত গোল করেছিলেন মার্সেলিনহো।
অন্যদিকে এটিকে-মোহনবাগানের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন অসি মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। যদিও তার মধ্যে পাঁচটিতে তিনি পরিবর্ত হিসেবে নামেন। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল ইনম্যানের পরিবর্ত খোঁজা নিয়ে। আর এবার সেটির স্বল্পস্থায়ী পরিবর্তন পেয়ে গেল এটিকে-মোহনবাগান।