

কলকাতা: শুক্রবার ঘোষিত হলে পাঁচ রাজ্যের ভোটের নির্ঘন্ট। পশ্চিমবঙ্গে আট দফায় ভোট। প্রথম দফার ভোট ২৭ মার্চ। তারপর ১ লা এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বাংলায় তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল। চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল। পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল। ষষ্ঠ দফার ভোট ২০ এপ্রিল। সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল। অষ্টম দফার ভোট ২৯ এপ্রিল। এক মাস ধরে চলবে সাত দফার ভোট।
বাংলায় মোট ১ লক্ষ ১ হাজার ৯১৬টি বুথে ভোট হবে। ২০১৬ সালে ভোট হয়েছিল ৭৭ হাজার ৪১৩টি বুথে। সেই হিসেবে এবার বুথের সংখ্যা বাড়ছে ৩১ শতাংশ। কোনও বুথেই ১ হাজারের বেশি ভোটার নয়। বাংলায় তফসিলি জাতির সংরক্ষিত আসন ৬৮টি। ১৬টি তফসিলি উপজাতির জন্য।
প্রথম দফা (৩০)
নির্বাচনের দিন: ২৭ মার্চ, ২০২১
পুরুলিয়া (৯), বাঁকুড়া (৪), ঝাড়গ্রাম (৪), পশ্চিম মেদিনীপুর (৬), পূর্ব মেদিনীপুর (৭)
বিজ্ঞপ্তি জারির দিন: ২ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৯ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১০ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ১২ মার্চ
দ্বিতীয় দফা (৩০)
নির্বাচনের দিন: ১ এপ্রিল, ২০২১
বাঁকুড়া (৮), পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), দক্ষিণ ২৪ পরগনা (৪)
বিজ্ঞপ্তি জারির দিন: ৫ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১২ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১৫ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ১৭ মার্চ
তৃতীয় দফা (৩১)
নির্বাচনের দিন: ৬ এপ্রিল, ২০২১
হাওড়া (৭), হুগলি (৮), দক্ষিণ ২৪ পরগনা (১৬)
বিজ্ঞপ্তি জারির দিন: ১২ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১৯ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ২০ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ২২ মার্চ
চতুর্থ দফা (৪৪)
নির্বাচনের দিন: ১০ এপ্রিল, ২০২১
হাওড়া (৯), হুগলি (১০), দক্ষিণ ২৪ পরগনা (১১), আলিপুরদুয়ার (৫), কোচবিহার (৯)
বিজ্ঞপ্তি জারির দিন: ১৬ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ২৩ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ২৪ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ২৬ মার্চ
পঞ্চম দফা (৪৫)
নির্বাচনের দিন: ১৭ এপ্রিল, ২০২১
উত্তর ২৪ পরগনা (১৬), নদিয়া (৮), পূর্ব বর্ধমান (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫), কালিম্পং (১)
বিজ্ঞপ্তি জারির দিন: ২৩ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৩০ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৩১ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ৩ এপ্রিল
ষষ্ঠ দফা (৪৩)
নির্বাচনের দিন: ২২ এপ্রিল, ২০২১
উত্তর ২৪ পরগনা (১৭), নদিয়া (৯), পূর্ব বর্ধমান (৮), উত্তর দিনাজপুর (৯)
বিজ্ঞপ্তি জারির দিন: ২৬ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৩ এপ্রিল
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৫ এপ্রিল
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ৭ এপ্রিল
সপ্তম দফা (৩৬)
নির্বাচনের দিন: ২৬ এপ্রিল, ২০২১
মালদহ (৬), মুর্শিদাবাদ (১১), পশ্চিম বর্ধমান (৯), কলকাতা (৪), দক্ষিণ দিনাজপুর (৬)
বিজ্ঞপ্তি জারির দিন: ৩১ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৭ এপ্রিল
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৮ এপ্রিল
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ১২ এপ্রিল
অষ্টম দফা (৩৫)
নির্বাচনের দিন: ২৯ এপ্রিল, ২০২১
মালদহ (৬), মুর্শিদাবাদ (১১), বীরভূম (১১), কলকাতা (৭)
বিজ্ঞপ্তি জারির দিন: ৩১ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১৭ এপ্রিল
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১৮ এপ্রিল
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ২২ এপ্রিল