

কলকাতা: একে করোনায় রক্ষা নেই তার উপর আবার রাজ্যের একাধিক ক্ষয়-ক্ষতি করে দিয়ে গিয়েছে সুপার সাইক্লোন আমফান। বিপুল ক্ষতি হয়েচ্ছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের। সেই সব ক্ষতিগ্রস্থ স্থান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে ঘুরে দেখে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার আমফানে ক্ষতিগ্রস্ত বাংলা খুঁটিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বিশেষজ্ঞ দল। দু-দিনের সফরে বাংলায় আসছে এই দল।
জানা গিয়েছে, দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে এই দলে থাকবেন সাত জন সদস্য। জলশক্তি, বিদ্যুৎ, সড়ক ও মৎস্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন এই দলে। এর আগে বাংলাকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে আমফান ক্ষতিগ্রস্তদের জন্য ১০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন মোদী।
অন্যদিকে রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যপাল। এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন, কেন্দ্রীয় দলের সফরটিকে সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করা প্রয়োজন। রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে হবে।
আমফান সংক্রান্ত আন্ত্র-মন্ত্রক কেন্দ্রীয় দলের সফরটিকে (জুন 4-6) সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করা প্রয়োজন।@MamataOfficial রাজ্যর সর্বাঙ্গীন কল্যাণের স্বার্থে @PMOIndia কেন্দ্রের সাথে সমন্বয়সাধন করেই কাজ করতে হবে।(1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 4, 2020